চাইল্ড লাইন ও আরক্ষা প্রশাসনের তৎপরতায় বন্ধ হল নাবালিকার বিয়ে - Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
৫ আগস্ট
 বৃহস্পতিবার

নিজস্ব প্রতিনিধি,উদয়পুর:- ১৫ বছর বয়সী এক নাবালিকা মেয়ের বিয়ের প্রস্তুতি বন্ধ করলো চাইল্ড লাইন কতৃপক্ষ সহ আরক্ষা ও মহকুমা প্রশাসনের কর্মীরা । ঘটনা উদয়পুর মহকুমার মাতাবাড়ি 

বিধানসভা কেন্দ্র অধীন দাতারাম এলাকায়। এদিন সোনামুড়া মহকুমাধীন ধনপুর এলাকা থেকে পাত্র পক্ষ বিয়ের জন্য নাবালিকা কন্যাকে দেখতে এসেছিলো বলে জানা যায়। আর এই ঘটনায় চাঞ্চল্য 

ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দাতারাম এলাকায় নবম শ্রেণী পড়ুয়া ১৫ বছর বয়সি এক নাবালিকা মেয়ের বিয়ের প্রস্তুতি হিসেবে খাওয়া দাওয়া চলছিলো। 



আর এই খবর যায় উদয়পুর চাইল্ড লাইন কতৃপক্ষের কাছে। খবর পাওয়া মাত্রই চাইল্ড লাইনের কর্মীরা সহ গর্জি থানার ওসি শান্তুনু দেববর্মা ঘটনা স্থলে যান।  সেখানে পুলিশ, চাইল্ড লাইন কর্মী এবং 

সাংবাদিকরাও ঘটনাস্থলে গেলে প্রথমে  ঘটনা পুরো অস্বীকার করতে থাকে মেয়ের পরিবার। পরবর্তী সময়ে অবশ্য স্বীকার করেন। পুলিশ এবং চাইল্ড লাইন কতৃপক্ষ এই নাবালিকা কন্যার পরিবারের পক্ষ 

থেকে একটি লিখিত অভিযোগ আনেন এবং ১৮ বছর বয়সের আগে যেন মেয়ের বিয়ে না দেওয়া হয় তার জন্য মেয়ের পরিবারকে জানিয়ে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu