সবুজ ত্রিপুরা
৩ আগস্ট
মঙ্গলবার
বক্সনগর প্রতিনিধি :- কুয়েতের হাওয়ালিতে দুর্ঘটনায় মৃত্যু হয় রাজ্যের ছেলের। সোনামুড়া থানাধীন ময়নামা গ্ৰাম পঞ্চায়েত ১ নং ওয়ার্ডের সাদেক মিয়ার ছেলে কবির হোসেন বয়স (৩৭) কাজের
সূত্রে দীর্ঘ দশ বছর যাবত কুয়েতে থাকেন। কিন্তু গতকাল রাত ভারতীয় সময় আনুমানিক দুইটা নাগাদ ডিউটি থেকে রুমে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার।কুয়েত থেকে কিছু দিনের মধ্যেই
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বাড়ি ফেরার কথা ছিলো তার।কিন্তু বাড়ি ফেরা হলো না । জীবিত নয় মৃত খবর আসে। এই দিকে এই খবর বাড়িতে এসে পৌঁছতেই ভেঙে পড়ে তার পরিবারের সবাই। শোকের ছায়া নেমে এসেছে পুরো
এলাকা জুড়ে। কবির হোসেনের স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে রয়েছে। অর্থ উপার্জনের এক মাত্র সম্বল ছিল সে নিজে। এই দিকে তার মৃত্যু দেহ কুয়েতের হাওয়ালি মোবারক আল কাবেরি হাসপাতাল মর্গে রয়েছে,
অসহায় পরিবারটি কবির হোসেনের মৃত্যদেহটি বাড়িতে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে।এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্যসমূহ