সবুজ ত্রিপুরা
১১ আগস্ট
বুধবার
বক্সনগর প্রতিনিধি :-- স্বাস্থ্য ভালো যার,মন ভালো তার, সুস্বাস্থের কথা চিন্তা করো এবং পরিবেশ সুস্থ রাখ,ভালো থাকো,বাঁচার মতো বাঁচতে হলে,গড়তে হবে ধুয়া দূষণ মুক্ত পরিবেশ , বাঁচবে সমাজ ও দেশ।উক্ত স্লোগান কে সামনে রেখে নরেন্দ্র দামোদর দাস মোদীজি
মা ও বোনদের রান্না করার জন্য যে খরি বা লাকড়ির প্রয়োজন সেটা উপলব্দি করেছেন,সঙ্গে এটাও তিনি উপলব্ধি করেছেন যে, লাকড়ির ধুয়া স্বাস্থের পক্ষে হানির শিকার,তার হাত থেকে নিস্থার পাওয়ার জন্য মহিলা দের দূষণ মুক্ত করার জন্য উজ্জ্বলা যোজনার মাধ্যমে
গ্যাস প্রদান করেছেন। তারই অঙ্গ হিসেবে দ্ধিতীয় পর্যায়ের সারা ভারতের আই, সি ডি এস প্রকল্পের মাধ্যমে অঙ্গনওয়াড়ী কেন্দ্র গুলোতে গ্যাস সিলিন্ডর দুটো করে এবং সঙ্গে রেগুলেটর পাইপ রান্না করার জন্য চুল্লি প্রদান করা হয়। এই প্রকল্পটির ধারা অনুসরণ
করেই বুধবার সকাল ১১.৩০ মিনিটের সময় বক্সনগর আই সি ডি এস প্রজেক্টরের মাধ্যমে এক শত আঠারো টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের ওর্য়াকারদের হাতে রান্না করার জন্য গ্যাস সিলিন্ডর ও তার সাজসরঞ্জাম তাদের হাতে তুলে দেন,বক্সনগর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার ও ভাইস চেয়ারম্যান এরশাদ মিয়া, সঙ্গে রয়েছে সমিতির সদস্য নজরুল ইসলাম। তাছাড়া
আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সি ডি পি ও সুবীর ঘোষ এবং দপ্তরের অন্যান্য কর্মকর্তা গন।বক্সনগর ব্লকে শিশু উন্নয়ন নিবিড় কেন্দ্র রয়েছে এক শত ঊনষাটটি সেন্টার তার মধ্যে প্রথম ধাপে একশত আঠারো টি সেণ্টারে গ্যাস সিলিনডার
প্রদান করা হইয়াছে,এবং বাদ বাকি সেণ্টার গুলো তে দ্ধিতীয় পর্যায়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সি ডি পি ও ।সরকারের দেওয়া মূল্য বান জিনিস পত্র গুলি রক্ষনা বেক্ষনের দয়িত্ব অঙ্গন ওয়াড়ী ওর্য়াকার এবং সহায়িকারি। তা হলেই ধুুুয়া ও কালি মুক্ত পরিবেশ বিদ্যালয়ে থাকবে এবং শিশু দের কনো রোগ হবে না।
0 মন্তব্যসমূহ