বৃহস্পতিবার বিকেলে অজগর সাপ উদ্ধার ঘিরে তেলিয়ামুড়া বাজারে চাঞ্চল্য - Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
৯ আগস্ট
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ-বৃহস্পতিবার বিকেলে অজগর সাপ উদ্ধার ঘিরে তেলিয়ামুড়া বাজারে চাঞ্চল্য।জানা যায়, বৃহস্পতিবার বিকেলে তেলিয়ামুড়া থানার উল্টো দিকে একটি কাপড়ের গোডাউনে দরজার শার্টার খোলার সময় 

জনৈক ব্যাক্তি প্রত্যক্ষ করে একটি অজগর সাপ অর্ধেক বের হয়ে রয়েছে। এই সাপ প্রত্যক্ষ করে জনৈক ব্যক্তি সহ ঘটনাস্থলে উপস্থিত লোকজন খবর পাঠায় তেলিয়ামুড়া বণদপ্তরে। তেলিয়ামুড়া বনদপ্তরের থেকে বনকর্মীরা এসে অজগর 

সাপটি উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর কার্যালয়ে সাপটি লম্বায় প্রায় ৭ থেকে ৮ ফুট হবে বলে প্রাথমিক অনুমান। পরবর্তীতে সাপটি সুস্থ থাকায় বনকর্মীরা উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ মূলে ৭ মাইলের গভীর জঙ্গলে ছেড়ে দেয়।তবে এত 

দিন ধরে তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনে বিভিন্ন স্থানে যে অজগর সাপ উদ্ধার হতো তাতে করে বনো কর্মীসহ তেলিয়ামুড়ার জনগনের  মনে একটা ধারণা ছিল যে তেলিয়ামুড়ার কোথাও না কোথাও হয়তোবা  বড় অজগর রয়েছে 

আজকের এই অজগর সাপ তারই এক প্রমাণ। হয়তোবা তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনে বিভিন্ন জায়গায় আরো এখনো অনেক অজগর রয়েছে।

                                                          

                                               

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu