সবুজ ত্রিপুরা
৯ আগস্ট
সোমবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ-প্রত্যন্ত এলাকার রিয়াং জনজাতি অংশের মানুষজনেরা বিদ্যুৎ, পানীয় জল সহ সাধারন মৌলিক অধিকারের পরিষেবা গুলি থেকে আজও তারা বঞ্চিত।অথচ এ.ডি.সি-র ক্ষমতার মসনদে সরকার গঠন
হলেও প্রত্যন্ত এলাকা গুলিতে অতি প্রয়োজনীয় উন্নয়ন গুলি বর্তমানে ও পৌঁছায়নি বলে অভিযোগ। অন্যদিকে রাজ্য সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে প্রত্যন্ত এলাকা গুলোর জনজাতি দের উন্নয়নের প্রসার ঘটানোর।কিন্তু প্রশাসনের
একাংশ আমলার বদান্যতার কারণে উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে প্রত্যন্ত এলাকা গুলোতে।এমনই এক বাস্তব চিত্র ক্যামেরা বন্দি হল কাঁকড়া ছড়া এ.ডি.সি ভিলেজের অলরামপাড়া এলাকায়। অলরাম পাড়ার রিয়াং জনজাতিরা
বর্তমানেও অধুনা উন্নয়ন থেকে বঞ্চিত।অভিযোগ বর্তমানে ও তারা পাথর চুসা জল দিয়েই জল তেষ্টা নিবারণ করতে হচ্ছে। অন্যদিকে বিদ্যুৎ পরিষেবার অভাবে রাতের অন্ধকারে তাঁরা কেরোসিন দ্বারা কুপি বাতির আলোর
উপরেই ভরসা করতে হয়।এই এলাকার এক রিয়াং জনজাতি রমণী অভিযোগ করে জানান দীর্ঘদিন যাবত ধরে তারা সরকারি ঘর, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হয়ে আসছে।বর্তমানেও তারা সরকারি সুযোগ-
সুবিধা থেকে বঞ্চিত। তাদের জীবন-জীবিকা নির্বাহ করার একমাত্র মাধ্যম হলো প্রত্যন্ত এলাকার টিলা ভূমিতে জুম চাষবাদ। উক্ত টিলাভূমিতে জুম চাষবাদ করেই তারা জীবন জীবিকা নির্বাহ করছেন। তবে দেখার ব্যাপার এডিসি প্রশাসন তাদের জন্য স্বহৃদয় হয়ে মৌলিক অধিকারের পরিষেবাগুলি পৌঁছে দিতে পারে কি না।
0 মন্তব্যসমূহ