মডেল ভিলেজের পরিকল্পনায় বিলোনিয়ার পাইখোলা পঞ্চায়েত - Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
৮ আগস্ট
শনিবার

নিজস্ব প্রতিনিধিঃ- এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে ,আগামী দুই অর্থ বর্ষের মধ্যে রাজ্যের বিধানসভা এলাকার- একটি করে গ্রামকে মডেল ভিলেজে রূপান্তরকরণ করার প্রয়াসে, রাজ্য 
সরকারের তরফ থেকে চিপ মিনিস্টার মডেল ভিলেজ স্কিমের অধীনে প্রথম ধাপের পরিকল্পনা হিসেবে- বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের ভারতচন্দ্র  ব্লকের অন্তর্গত পাইখোলা পঞ্চায়েতকে মডেল ভিলেজ 
হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেন বিলোনিয়া মহকুমা প্রশাসন। এরই অঙ্গ হিসেবে শনিবার সকালে পাইখোলা কমিউনিটি হলে মহকুমার শাসক মানিকলাল দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় একটি 
গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক ভবেশ চন্দ্র ভদ্র, ভারতচন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সদস্য 
নিতাইচরণ মজুমদার, জেলা পরিষদের সদস্য দুলাল রুদ্র পাল, পাইখোলা পঞ্চায়েত প্রধান গীতা রানী দেবনাথ সহ প্রতিটি লাইন ডিপার্টমেন্টের বিশিষ্ট আধিকারিকরা। উক্ত বৈঠকে রাজ্য সরকারের 
গাইডলাইন অনুযায়ী পাইখোলা পঞ্চায়েতকে একটি মডেল ভিলেজ হিসেবে গড়ে তোলার জন্য, মহকুমা শাসক মানিক লাল দাস প্রত্যেক আধিকারিকদের সমষ্টিগত ভাবে সহযোগিতার জন্য বিশেষভাবে 

আহবান জানান। পাশাপাশি কৃষি অধ্যুষিত এই এলাকাতে জলসেচ,রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদি নানান সমস্যার কথা উল্লেখ করে, উপস্থিত সকল আধিকারিকদের নিকট সার্বিক সহযোগিতা কামণা করেন- পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu