সবুজ ত্রিপুরা
৮ আগস্ট
শনিবার
উদয়পুর প্রতিনিধিঃ-ক্ষুদ্র ও প্রান্তিক মৎস চাষীদের সাহায্যার্থে এগিয়ে এলো মৎস কলেজের কর্মচারীরা। নিজেদের বেতনের থেকে এক দিনের বেতন কেটে ক্ষুদ্র ও প্রান্তিক মৎস চাষীদের মধ্যে মাছের
চারা পোনা বিতরন করেন মৎস কলেজের কর্মীরা। শনিবার উদয়পুর অমরসাগর দিঘীর পাড় স্থিত মৎস দপ্তরের ট্রেনিং সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট
সমাজসেবী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব অভিষেক দেবরায়, তাপস দাস, মৎস কলেজে অধ্যক্ষ, সিনিয়র অধ্যাপক এ বি উপাধ্যায় সহ মৎস কলেজের বিভিন্ন আধিকারিকগন। এদিন এই অনুষ্ঠানে উদয়পুরের
বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ও প্রান্তিক মৎস চাষীদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। এদিন ক্ষুদ্র ও প্রান্তিক মৎস চাষীদের মধ্যে মাছের চারা পোনা বিতরন করেন বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায় সহ
অন্যান্য অতিথিরা। মৎস কলেজের কর্মচারীদের এই উদ্যোগকে এদিন সাধুবাদ জানান বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়।
0 মন্তব্যসমূহ