সবুজ ত্রিপুরা
৮ আগস্ট
শনিবার
উদয়পুর প্রতিনিধিঃ- শনিবার উদয়পুর কিল্লা ব্লক অধীন আঠারোভোলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় হস্ততাত দিবস উৎযাপন করা হয়। নাবার্ডের উদ্যোগে আয়োজিত এদিন এই অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, টেপানিয়া ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন রামচন্দ্র দেবনাথ সহ নাবার্ডের বিভিন্ন আধিকারিকগন। এদিন এই অনুষ্ঠানে জাতি জনজাতি উভয় অংশের
বিশেষ করে জনজাতি অংশের মহিলাদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। এদিন উপস্থিত সকল মহিলাদের মধ্যে সুতো বিতরন করা হয়। এদিকে এদিন উপস্থিত সকলের সামনে জাতীয় হস্ততাত দিবসের
প্রেক্ষাপট এবং গ্রামীন মহিলাদের জীবনে স্বাবলম্বী হতে হস্ততাত শিল্পের গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন বিধায়ক রামপদ জমাতিয়া।
0 মন্তব্যসমূহ