ট্রাফিক নিয়ন্ত্রণে ময়দানে খোদ এসপি - Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
৮ আগস্ট
শনিবার

উদয়পুর প্রতিনিধিঃ- উদয়পুর শহরকে যানযট মুক্ত রাখতে খোদ ময়দানে নামেন গোমতী জেলা পুলিশ সুপার আইপিএস শ্বাশত কুমার। শুক্রবার সন্ধ্যায় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব 
নাথ এবং রাধাকিশোরপুর থানার ওসি রাজীব দেবনাথ কে সাথে নিয়ে বৃষ্টির মধ্যেই উদয়পুর শহরের নিউ টাউন রোড, সেন্ট্রাল রোড এলাকা পরিদর্শন করে রাস্তার উপর রেখে দেওয়া বাইক ও গাড়ির গুলিতে 
হুইল জ্যামার লাগিয়ে দেওয়া হয়। পরবর্তীতে রাধাকিশোরপুর থানায় এসে জরিমানা দিয়ে এই বাইক ও গাড়ি গুলিকে ছাড়িয়ে নিতে হবে বলে এদিন জানান গোমতী জেলা পুলিশ সুপার শাশ্বত কুমার। 
উদয়পুর শহরকে যানযট মুক্ত রাখতে গোমতী জেলা পুলিশ সুপারের নেতৃত্বে রাধাকিশোরপুর থানার পুলিশের এই বিশেষ অভিযানকে সাধুবাদ জানান সকল অংশের শুভবুদ্ধিসম্পন্ন সাধারণ জনগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu