রাস্তার দুরাবস্থা থাকার কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কচিকাঁচা ছাত্রছাত্রীদের যাতায়াতে বিপাকে পড়তে হচ্ছে - Sabuj Tripura


সবুজ ত্রিপুরা 
৯ আগস্ট
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ- রাস্তার দুরাবস্থা থাকার কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কচিকাঁচা ছাত্রছাত্রীদের যাতায়াতে বিপাকে পড়তে হচ্ছে। ঘটনা তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনে মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত  মাইগঙ্গা ২ 

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।জানা যায়, মাইগঙ্গা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত  মাইগঙ্গা ২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কচিকাঁচা ছাত্র-ছাত্রীরা স্কুলে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য আসতে পারে না রাস্তার উপর অস্থায়ী বাঁশের সাঁকোর  দূরাবস্থার কারণে। অথচ 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় ৩৬ জনের মতো কচিকাঁচা শিশু রয়েছে। এমন বেহাল দশা থাকলেও স্থানীয় ব্লক প্রশাসন এ ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ।এ প্রসঙ্গে বলতে গিয়ে ওই এলাকার স্থানীয় 

জনগণ অভিযোগ করে বলেন এই এলাকায় একটি অস্থায়ী বাঁশের সাঁকো রয়েছে বেহাল দশায়।এই বাঁশের সাঁকোর উপর দিয়ে নিজের জীবন বাজি রেখে রাস্তা পারাপার করতে হয় এলাকার সাধারণ জনগণ থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি 

কেন্দ্রে আসা কচিকাঁচা শিশুদের। বারবার ব্লক প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে এই অস্থায়ী সেতুটি নির্মাণ করা হচ্ছে না।এলাকাবাসীদের দাবি এই ছড়ার উপর যেন একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu