তেলিয়ামুড়ার করইলং স্কুল চৌমুহনী থেকে তুইসিন্দ্রাই বাড়ি যাওয়ার রাস্তার বেহাল দশা - Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
২ আগস্ট
সোমবার
 

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ--- তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনে তুইসিন্দ্রাই বাড়ি গ্ৰাম পঞ্চায়েতের করইলং স্কুল চৌমুহনী থেকে ঘনিয়ারবিল হয়ে তুইসিন্দ্রাই বাড়ি যাওয়ার যে রাস্তা অর্থাৎ তুইসিন্দ্রাই 

বাড়ি পঞ্চায়েতের ১ ও ২ নং ওয়ার্ডের উপর দিয়ে বয়ে যাওয়া রাস্তার পাশে ড্রেন না থাকার কারণে জল জমে কাঁদা কর্মদায় একাকার হয়ে মানুষজনের চলাচলের অযোগ্য হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। তাছাড়া 


এই এলাকা মূলত কৃষি প্রধান এলাকা।এই এলাকায় প্রায় ১৪০ থেকে ১৫০ পরিবারের লোকজনের বসবাস। এই এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল এই রাস্তা ধরেই বাজারে বাজারযাত  করে। এ বিষয়ে

 

এলাকাবাসীদের পক্ষ থেকে স্থানীয় পূর্ত দপ্তরে বহুবার জানানো হলেও কোনো এক অজ্ঞাত কারণে এই রাস্তা সংস্কারের কাজে হাত লাগাচ্ছে না দপ্তর। ফলে পথ চলতি সাধারণ জনগণ থেকে শুরু করে 

কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।এদিকে এ বিষয়ে তুইসিন্দ্রাই বাড়ি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ঝর্না দেবনাথেের কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে মুখ খুলতে নারাজ।এখন দেখার বিষয় কবে নাগাদ এই রাস্তা সংস্কারের কাজে হাত লাগায় পূর্ত দফতর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu