বিশালগড় প্রতিনিধিঃ- রবিবার বিশালগড় শুভদীপ বিবাহ ভবনে বিশালগড় সাংস্কৃতিক সংস্থার ২৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলন শুরু হওয়ার পূর্বে হলের বাইরে পতাকা উত্তোলন
করেন বিশালগড় সাংস্কৃতিক সংস্থার সভাপতি শুভদীপ সাহা। বিশালগড় সাংস্কৃতিক সংস্থার ২৭ তম বার্ষিক সাধারণ সম্মেলনে প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের শুভ সূচনা করেন বিশালগড় সাংস্কৃতিক
করেন জিতেন কুমার সাহা। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শুভ সুন্দর সাহা ।সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সম্পাদক স্বপন কুমার রায়। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন ১০ জন সদস্য। আগামী দিনে বিশালগড় সাংস্কৃতিক সংস্থা কে কিভাবে বৃদ্ধি করা যায় সকলের কাছে আবেদন করেন সম্পাদক স্বপন কুমার
রায়। বিশালগড় সাংস্কৃতিক সংস্থার বার্ষিক সাধারন সম্মেলনে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান রতন দেব আলোচনা করতে গিয়ে বলেন কোভিড পরিস্থিতির মধ্যেও বিশালগড় সাংস্কৃতিক সংস্থা কাজ করে গেছেন। বিশালগড় সাংস্কৃতিক সংস্থার পুরানো কমিটি বহাল
রয়েছে তার মধ্যে সভাপতি শুভ সুন্দর সাহা সম্পাদক স্বপন কুমার রায় পুনরার নির্বাচিত হয়েছেন। পুরোনো কমিটিতে নতুন কার্যকরী সদস্য হিসেবে সমীর ভৌমিককে যুুুক্ত করা হয়েছে। আগামী দিনে সংগঠনকে কিভাবে আরো বিস্তার করা যায় সেই বিষয় নিয়ে আলোকপাত করেন রতন দেব।
0 মন্তব্যসমূহ