সেলফি তুলতে গিয়ে রুদ্রসাগরে ডুবে মৃত্যু কিশোরের - Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
২ আগস্ট
সোমবার

বক্সনগর প্রতিনিধি :-এই করোনা আবহের মধ্যে মানুষ দীর্ঘদিন ধরেই নিজেকে সুরক্ষিত রাখার জন্য  জনকোলাহল থেকে অনেকটাই নিয়ন্ত্রণ মাফিক জীবন কাটাচ্ছে। আর তাতে করে অনেকেই  একঘেয়েমি স্বভাবকে মেনে নিতে না পেরে এক চিলতে সুখের আশায় ছুটে চলছেন বিভিন্ন পর্যটন কেন্দ্র 
থেকে শুরু করে নিজ নিজ পছন্দমত স্থানে।ঠিক তেমনি করে এক চিলতে সুখের আশায় বন্ধুবান্ধবদের নিয়ে আগরতলা বাধারঘাট শান্তি পাড়ার বাসিন্দা  সুব্রজিৎ সাহা(২৩) পিতা বাপ্পি সাহা রবিবার  বিকেলে ঘুরতে আসেন ত্রিপুরার ঐতিহাসিক পর্যটন কেন্দ্র নিরমহলে।সেখানে বন্ধু-বান্ধবদের সাথে আনন্দ উল্লাস 
করে রাজপ্রাসাদ থেকে নৌকা করে ফেরার পথের মনরোম দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য সে হাতে মোবাইল ফোন নিয়ে সেলফি তোলাতে  প্রস্তুত হয়। আর ঠিক তখনি ঘটে এক অপ্রীতিকর ঘটনা। সুব্রজিৎ যখনই সেলফি তুলতে প্রস্তুত হয় ঠিক তখনই পা পিছলে সে চলন্ত নৌকা থেকে রোদ্র সাগরে 
পড়ে যায়।তৎক্ষণাৎ তাকে বাঁচাতে তার এক বন্ধু রুদ্র সাগরের অথৈ জলে ঝাঁপিয়ে পড়ে এরপর একে একে আরও ৫ জন তাকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও শুভ্রজিৎ কে উদ্ধার করতে সক্ষম হয়নি তার বন্ধুবান্ধবরা। তারপর খবর দেওয়া হয় মেলাঘর অগ্নিনির্বাপক দপ্তরে 
এবং এন ডি আর এফ কে। আশেপাশের জনগণও আপ্রাণ চেষ্টা করেও সুব্রজিতকে উদ্ধার করতে পারে নি।এই ঘটনায় অন্যান্য পর্যটক এবং  প্রত‍্যক্ষদর্সীীদের মনে আতঙ্ক সৃষ্টি  হয়।এই ঘটনা 
দেখিয়ে দিলো এই ডটকমের যুগে মানুষের একটু অসাবধানতার  কারণে হারিয়ে ফেলতে পারে তার নিজের জীবন।শেষ পর্যন্ত রবিবার  সন্ধ্যায় নীরমহলের জল থেকে তার দেহ উদ্বার করা হয়।এই ঘটনায়  মেলাঘর ও সুব্রজিত এর পরিবারের শুকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu