ছড়ার জলখেয়ে দিন কাটাচ্ছে মুঙ্গিয়াকামির তুইথাম্পুই-র তুইচাকমার গিড়িবাসিরা - Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
২ আগস্ট
সোমবার
 

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ- সুখা মরশুম কিংবা বর্ষা মরশুম হোক প্রত্যন্ত পাহাড়ি এলাকা গুলিতে  তীব্র পানীয় জলের সমস্যা যেন বংশ-পরম্পরা অভিশাপের মতো। সর্বদাই গিরিবাসীরা পানীয় জলের 

সংকটে নাজেহাল। এমনই এক ঘটনা খোয়াই জেলার  তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীনস্থ মানিক দেববর্মা পাড়া এ.ডি.সি ভিলেজের তুইথাম্পুই-এর তুইচাকমা এলাকায়। উক্ত 



তুইচাকমা এলাকায় বর্তমানে প্রায় ২৫০ থেকে ৩০০টি উপজাতি পরিবারের বসবাস। ওই সকল প্রত্যন্ত এলাকার উপজাতি গিরিবাসীরা অন্যান্য মৌলিক চাহিদা গুলোর কথা তারা না তুলে ধরলেও  পানীয় 

জলের যে তীব্র সংকট রয়েছে দীর্ঘ বছরের পর বছর ধরে তা এলাকার উপজাতি মানুষজনরা তুলে ধরেন। ওই এলাকায় বসবাসকারী এক উপজাতি রমণী জানান। দীর্ঘ বছরের পর বছর ধরে তীব্র পানীয় জলের সংকটের মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হচ্ছে তাদের। মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীনে মানিক দেববর্মা পাড়া এডি.সি ভিলেজের তুইথাম্পুই-এর তুইচাকমা এলাকায় বসবাসকারী জনজাতি 

অংশের মানুষ জনেরা ছড়ার জল কিংবা তারা নালার জল সংগ্রহ করে। সেই ছড়া কিংবা নালার অপরিশ্রুত জল দিয়ে জল তেষ্টা নিবারন করছে তাঁরা।তবে এই অপরিশোধিত পানীয় জল খাওয়ার ফলে বিভিন্ন  জল বাহিত  রোগে আক্রান্ত হতে হচ্ছে উপজাতি গিরিবাসীদের।  উক্ত প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা যায় এলাকার জনাকয়েক উপজাতি রমণী  পরিবারের লোকজনদের পানীয় জলের তেষ্টা  মেটানোর তাগিদে নিজ নিজ বাড়ি থেকে প্রায় ৭০০ থেকে ৯০০ ফুট পাহাড়ের নীচ ছড়া থেকে এলাকার উপজাতি রমণীরা জলের পাত্র নিয়ে অপরিশোধিত  জল সংগ্রহ করছে। অন্যদিকে ওই উপজাতি রমণীরা এও জানান।বর্ষাকালে তারা ছড়ার জল সংগ্রহ করতে খুব দুর্ভোগের  সম্মুখীন হতে হয়। ছড়ার মধ্যে যাতায়াতের 

রাস্তার বেহাল দশার কারণে । ফলে তারা বৃষ্টির জল সংগ্রহ করেই তাদের পানীয় জলের তেষ্টা নিবারণ করতে হয়। উপজাতি গিরি বাসীরা সুদীর্ঘ বছর ধরে জল যন্ত্রণায় ভুগতে থাকলেও এ.ডি.সি প্রশাসন কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন। আজ ও উপজাতি গিরি বাসীরা চাতক পাখির মতো  অপেক্ষায় আছে কবে নাগাদ তাদের জন্য পানীয় জলের সুব্যবস্থা করে দেবে এডিসি প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu