IGNOU এর পরীক্ষার ফর্ম ফিলাপের সময়সীমা ১৫জুন পর্যন্ত করা হল - Sabuj Tripura News

বিশেষ প্রতিবেদনঃ বর্তমান করোনা মহামারী কালে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় (IGNOU) তার পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন করেছে | আগে যেখানে পরীক্ষা অনুষ্ঠিত হতো জুন ও ডিসেম্বর মাসে এখন সেটি  হয়েছে এই বছর ফেব্রুয়ারি মাসে। করোনার মহামারীর 

কথা মাথায় রেখেই এ বছরেও পরীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দেয়া হয়েছে। Assignment জমা নেওয়া, পরীক্ষার ফি জমা করা ও পরীক্ষার ফর্ম ফিলাপ করা চলছে। কিন্তু পরীক্ষা কবে হবে তা এখন জানানো হয়নি। পরীক্ষার ফী জমা করার জন্যে ১৫জুন পর্যন্ত সময়

দেওয়া হয়েছে। এখন এটাই দেখার, ইগনোর আগামী পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়। আশা করা যাচ্ছে আগামী দিনে করোনার বিধি মেনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইগনোর সম্পর্ককে আরও অনেক বেশি খবরের জন্যে চোখ রাখুন ইগনোর অফিসিয়াল ওয়েব সাইটে www.ignou.ac.in এ ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu