রাজ্যের প্রবেশদ্বারের পরিবহন ব্যবস্থা খতিয়ে দেখতে ধর্মনগরে মুখ্যমন্ত্রী - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৯ জুন
বুধবার

ধর্মনগর প্রতিনিধি:- রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ির পরিবহন ব্যবস্থা খতিয়ে দেখতে ধর্মনগরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার সকাল ১০.৩০ মিনিটে নাগাদ হেলিকপ্টারে চড়ে ধর্মনগরে এসে পৌঁছান বিপ্লব কুমার দেব। 

মুখ্যমন্ত্রীর চুড়াইবাড়ি সফরের খবর শুনে সকাল থেকেই উত্তরের প্রশাসনের কর্তাব্যক্তিরা সহ রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন ধর্মনগর বটরশি স্থিত হেলিপ্যাডে অপেক্ষা করছিলেন। 

অবশেষে মুখ্যমন্ত্রী এসে পৌঁছালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এবং উপাধ্যক্ষকে নিয়েই মুখ্যমন্ত্রী সড়কপথে ছুটে যান চুড়াইবাড়ি সেইলট্যাক্সের উদ্দেশ্যে। সেখানে গিয়ে রাজ্যের প্রবেশদ্বার এর পরিবহন ব্যবস্থা খতিয়ে দেখেন। 

হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী কে স্বাগত জানাতে প্রশাসনিক ব্যক্তিদের সাথে সাথে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন মন্ডল এবং জেলার নেতৃত্বরা উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu