করোনা অতিমারি জন্য তেলিয়ামুড়ায় জনসচেতনতা শিবির - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৪ জুন
শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- তেলিয়ামুড়া মহকুমা প্রেসক্লাব, চিকিৎসক, আরক্ষা প্রশাসন, ও মহাকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে শুক্রবার দিনেও করোনা অতিমারি নিয়ে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে সচেতনতামূলক শিবির ও রেলি অনুষ্ঠিত হলো তেলিয়ামুড়া বাজারে। 

শুক্রবার ছিল তেলিয়ামুড়া বাজারের হাট বার। শুক্রবার অনুষ্ঠানে ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য্য, চিকিৎসক প্রণয় দাস, তেলিয়ামুড়া পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নীতিন কুমার সাহা, তেলিয়ামুড়া তথ্য সংস্কৃতি দপ্তর আধিকারিক সিদ্ধার্থ শংকর পাল, প্রেসক্লাবের সম্পাদক পার্থ সারথি রায় সহ তেলিয়ামুড়া মহাকুমার কর্মরত সাংবাদিক ও অন্যান্যরা। 

এদিন তেলিয়ামুড়া  জাতীয় সড়কে এবং অম্পি চৌমুনী এলাকায় সচেতনতামূলক অনুষ্ঠান ও রেলি আয়োজন করা হয়। পরে চিকিৎসক প্রণয় দাস ও তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য্য জনগণের উদ্দেশ্যে বার্তা দেন।

সবাইকে মাক্স পরিধান করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। এছাড়াও কোভিড-১৯ পরিস্থিতির কালে সরকারের নিয়ম নীতি গুলিকে মান্যতা দেওয়ার জন্য।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu