ত্রিপুরা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর এর ছেলে দুস্কৃতিদের দ্বারা আক্রান্ত - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৩ জুন
বৃহস্পতিবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- ঘটনা তেলিয়ামুড়া থানাধীন খামারবাড়ি এলাকায় বুধবার রাতে। ঘটনার বিবরনে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন খামারবাড়ি এলাকার বাসিন্দা দশহরি জমাতিয়ার ছেলে আনুমানিক রাত আটটা পয়তাল্লিশ মিনিট নাগাদ একজন লোককে তার নিজের বাড়ির নিকটে এক প্রতিবেশির বাড়িতে নিয়ে যায়। 

সেখান পৌঁছতেই রাতের আঁধারে কয়েকজন যুবক আচমকাই দশহরি জমাতিয়ার ছেলের উপর অতর্কিত হামলা চালায়। এতে আহত হয় দশহরি জমাতিয়ার ছেলে। 

ছেলের উপর আক্রমনের ঘটনা জানাতে গিয়ে দশহরি জমাতিয়া জানান যে, তার ছেলেকে মারধোর করার পর এলাকারই চৌধুরী ব্রজ জমাতিয়ার বাড়িতে নিয়ে তাকে জোর পুর্বক নেশাদ্রব্য ক্রয় করতে গিয়েছিল বলে শিকার করানোর চেষ্টা করা হয়। 

ছেলেকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে চিকিৎসা করানোর পর তেলিয়ামুড়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা করেন দশহরি জমাতিয়া। এখন দশহরি জমাতিয়ার পরিবার প্রকৃত দোষীদের শাস্তি প্রদানের জন্য পুলিশের সুষ্ঠ তদন্তের অপেক্ষায় রয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu