হাসপাতালের সমস্ত রোগী ডাক্তার এবং নার্সদের বিনা পারিশ্রমিকে পরিষেবা দিয়ে যাচ্ছেন এক শিক্ষক - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১০ জুন
বৃহস্পতিবার

বিশালগড় প্রতিনিধি:- বর্তমান করোনা মহামারী মধ্যে সারা রাজ্যের সমস্ত স্কুলের পঠন পাঠন বন্ধ। এমন সময় সামাজিকতার নজির রাখলেন বিশালগড় মহকুমার পশ্চিম লক্ষীবিল এলাকার বাসিন্দা তথা নারী মঙ্গল স্কুলের শিক্ষক সুবীর দত্ত। 

উনি নিজে বিনা পরিশ্রমে বেতন নিতে চান না। তাই উনার পার্সোনাল একটি মারুতি গাড়ি যার নম্বর টিআর০৭সি৬৯৯, এই গাড়ি নিয়ে উনি বিশালগড় হাসপাতাল এর সমস্ত রোগী এবং ডাক্তার নার্সদের বিনা পয়সায় আজ ১০ দিন ধরে পরিষেবা দিয়ে যাচ্ছেন। 

উনি আরো জানান উনার খুব ইচ্ছা করোনার আক্রান্ত রোগীকে নিজে পিপিই কিট পরে পরিষেবা দেওয়ার। এবং ২৪ ঘন্টা বিশালগড় বাসির জন্য নিজের গাড়ি দিয়ে পরিষেবা দিয়ে যাবেন বলে জানান। উনার এই সামাজিক কাজ কর্মের জন্য এলাকার মানুষ খুবই আনন্দিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu