তেলিয়ামুড়া প্রতিনিধি:- তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ বাজার এলাকার বাসিন্দা তথা তেলিয়ামুড়া বাজারের প্রতিষ্ঠিত শুকনো মাছ ব্যবসায়ী সুধীর বর্মনের ছেলে বিশ্বজিত বর্মন শুক্রবার নিজের ঘরে পরিবারের সবার নজর এড়িয়ে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেন।
কিন্তু কী কারণে এই আত্মহত্যা তা কেউই কিছু বলতে পারছেন না। কেননা শুক্রবার নিজের স্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে বেশ খুশি এবং আনন্দিত ছিলেন বিশ্বজিত। এবং পরিবার সূত্রে জানা যায়, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া-বিবাদ ছিল না।
পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে শুক্রবার রাতে জন্মদিনের অনুষ্ঠান শেষে খাওয়া-দাওয়া করেন বিশ্বজিৎ। তারপরই হঠাৎ পরিবারের লোকজনদের নজর এড়িয়ে নিজের গলায় ফাঁস লাগান। ঘটনা প্রত্যক্ষ করে পরিবারের লোকজন তড়িঘড়ি নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।
তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিন্দিয়া দেববর্মা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে বিশ্বজিতের এভাবে হঠাৎ মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্যসমূহ