ত্রিপুরা রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের বিবরন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১১ জুন
শুক্রবার

বিশেষ প্রতিনিধি:- ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা এখনও বেড়ে চলছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৮ জন, সুস্থ হয়েছেন ৮৫০ জন, মৃত্যু হয়েছে ৫ জনের। জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় সবচেয়ে বেশী। 
জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে, পশ্চিম ত্রিপুরা জেলায় - ২৭৪ জন, উত্তর ত্রিপুরা জেলায় - ৩৬ জন, দক্ষিন ত্রিপুরা জেলায় - ৭৫ জন, ঊনকোটি জেলায় -৭৬ জন, গোমতী জেলায় - ৪৯ জন, খোয়াই জেলায় - ৬৫ জন, ধলাই জেলায় - ৩৫ জন, সিপাহীজলা জেলায় - ৪৮ জন। 
টেস্ট করা হয়েছে ১৪,৮৭৩ জন লোকের। এখন পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৪৫২ জন, করোনায় মৃত্যু হয়েছে মোট ৫৯৩ জনের, রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন মোট ৫১ হাজার ৫৯৩ জন। এবং পজিটিভিটি রেইট ৪.৮২%।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu