বিশেষ প্রতিনিধি:- রাজ্যের শান্তির পরিবেশকে অশান্তি করে তুলতে ফেইসবুকে আপত্তিকর ও উস্কানিমূলক নানান পোস্ট দেওয়ার অভিযোগ এনে বামফ্রন্ট চেয়ারম্যান বিজন ধর, প্রাক্তন সাংসদ জীতেন চৌধুরী এবং প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল সাহার বিরুদ্ধে উদয়পুর রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করলো বিজেপি গোমতী জেলা কমিটি।
মঙ্গলবার রাতে রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করা হয়। এদিন বিজেপি গোমতী জেলা সাধারন সম্পাদক উত্তম দে, যুব মোর্চার গোমতী জেলা সহ সভাপতি সুকান্ত সাহা, রাধাকিশোরপুর মন্ডল সাধারন সম্পাদক দেবাশীষ বর্মন রাধাকিশোরপুর থানায় গিয়ে রাজ্য রাজনীতির তিন সিপিএম নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রাজ্যের শান্তির পরিবেশকে অশান্তি করে তুলতে গত সোমবার থেকে সিপিএম এর রাজ্য নেতৃত্বরা ফেইসবুকে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করে যাচ্ছে বলে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন বিজেপি গোমতী জেলা সাধারন সম্পাদক উত্তম দে।
তাই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজেপি গোমতী জেলা সাধারন সম্পাদক উত্তম দে।
0 মন্তব্যসমূহ