সবুজ ত্রিপুরা
৪ জুন
শুক্রবার
বক্সনগর প্রতিনিধি:- সোনামুড়া মহকুমায় কুলোবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এক কিলোমিটার দূরে ময়নামা গ্ৰাম পঞ্চায়েত এলাকার ১ নং ওয়ার্ডের এক জঙ্গল থেকে উদ্ধার করা হয় ৮ ফোট লাম্বা এক অজগর সাপ।
এলাকার কিছু ছেলেরা সাপটি দেখতে পেয়ে আটক করে, পরবর্তী সময় সোনামুড়া বন বিভাগের কর্মীদের খবর দেয়।
বন বিভাগের কর্মীরা সেই সাপটি কে নিয়ে যায়, গ্ৰামের মানুষেরা জানিয়েছে এখানে আরো অজগর সাপ আছে।
এই অজগর সাপ গুলি হাঁস, মুরগ, ছাগল সহ বিভিন্ন গৃহপালিত পশু খেয়ে নিয়েছে। এলাকার মানুষ চাইছেন বন বিভাগ সেই সাপ গুলোকে যেন ধরে নিয়ে যায়।
0 মন্তব্যসমূহ