সবুজ ত্রিপুরা
৫ জুন
শনিবার
বিশেষ প্রতিনিধি:- পশ্চিম জেলা কৃষি ও কৃষক কল্যাণ কার্যালয়ের উদ্যোগে ২০২০-২১ অর্থবর্ষে ৫টি কৃষি মহকুমায় ১,০০৪ হেক্টর জমিতে রবি মরশুমে বিভিন্ন তৈলবীজ চাষ করা হয়েছে।
রাজ্য বাসিদের উন্নয়ন কল্পে রাজ্য সরকার এই ধরনের প্রল্কপ হাতে নিয়েছে। যাতে করে রাজ্যের মানুষ আর্থিক ভাবে স্বনির্ভর হয়ে উটতে পারে।
পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাই কৃষি মহকুমায় ৩৪ হেক্টর, জিরানীয়া কৃষি মহকুমায় ২৫৩ হেক্টর, মোহনপুর কৃষি মহকুমায় ৫৩৪ হেক্টর, হেজামারা কৃষি মহকুমায় ৮৩ হেক্টর, এবং ডুকলি কৃষি মহকমায় ১০০ হেক্টর জমিতে এই তৈলবীজ চাষ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ