চুরাইবাড়ি প্রতিনিধি:- ঘটনার বিবরণে প্রকাশ, গত ৭ মে শুক্রবার সকাল আনুমানিক ১১ টা নাগাদ উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা ব্লক এলাকা থেকে শারীরিক প্রতিবন্ধী ১৬ বছরের এক নাবালিকাকে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়।
তার পরের দিন অপহরণকারী নাবালিকার বাড়িতে ফোন করে জানায়, সে নাকি ওই নাবালিকাকে মন্দিরে নিয়ে গিয়ে বিবাহ করেছে। অভিযুক্ত অপহরণকারী তারকপুর পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা জসীম উদ্দিন পিতা মৃত নজিব আলি।
তড়িঘড়ি অপহহৃত নাবালিকার পরিবারের তরফ থেকে কদমতলা থানায় অভিযুক্ত জসিম উদ্দিনের বিরুদ্ধে নাবালিকা মেয়ে অপহরণ ও পরে ধর্ষণের মামলা রুজু করা হয়। লিখিত অভিযোগ পেয়ে কদমতলা থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলাটি হাতে নিয়ে তদন্তে নেমে পড়ে।
আজ দক্ষিণ কদমতলা এলাকা থেকে অপহহৃত নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সাথে অভিযুক্ত অপহরণকারী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনা নিয়ে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, অভিযুক্ত জসিম উদ্দিনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। আজ ধৃতকে আদালতে প্রেরণ করেছে কদমতলা থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ