রাজ্য সরকারের জারি করা নীতি নির্দেশিকাকে এক প্রকার হেলায় তুচ্ছ মনে করছেন একাংশ যানচালকেরা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৪ মে
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- রাজ্য সরকার থেকে বিভিন্ন নীতি নির্দেশিকা জারি করা হয়েছে করোনা সংক্রমণ রোধ করাকে নিয়ে। এই নীতি নির্দেশিকার মধ্যে একটি এক জেলা থেকে অন্য জেলায় কোন কারণ ছাড়া যাত্রী পরিবহন নিষেধ। 

রাজ্য সরকারের জারি করা নির্দেশকে একপ্রকার হেলায় তুচ্ছ মনে করছেন একাংশ যানচালকেরা অতিরিক্ত ভাড়ার বিনিময়ে অধিক পরিমাণ যাত্রী নিয়ে যাতায়াত করছে অবাধে। দেখে বোঝার উপায় নেই রাজ্যে আদৌ করোনার সংক্রমণ রয়েছে কিনা। একাংশ যান চালকেরা অতিমাত্রায় যাত্রী নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে করোনার বিধি নিষেধ গুলিকে অমান্য করে। 

এ ব্যাপারে এক যান চালককে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। তিনি বলেন এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করতে কোনো সরকারি পাস লাগে বলে উনার জানা নেই। 

তবে উনারা সরকারের বিধি নিষেধ গুলিকে অমান্য করে অবাধে যাত্রী পরিবহন করে চলছেন। তবে ওইসব যানচালক এবং অসচেতন নাগরিকদের কারণে গোটা রাজ্যে করোনা ভাইরাস গোষ্ঠী সংক্রমণের রূপ নিতে পারে বলে একাংশ মহলের ধারণা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu