জম্পুই এর জারুলবাছাই এডিসি ভিলেজে ত্রিপ্রামথা যোগদান সভা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৭ মে
বৃহস্পতিবার

বিশালগড় প্রতিনিধি:- জম্পুই ব্লকের অন্তর্গত জন্ম জয়নগর পেকুয়ারজলার জারুল বাছাই এডিসি ভিলেজে ত্রিপ্রামথা দলের প্রতি আকৃষ্ট হয়ে এমডিসি গণেশ দেববর্মার হাত ধরে কয়েক পরিবার গতকাল ত্রিপ্রামথা দলের যোগদান করেন। তাদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন এমডিসি গণেশ দেববর্মা । 

আগামী দিনে জারুল বাছাই এডিসি  ভিলেজে ত্রিপ্রামথা সমস্ত কর্মী-সমর্থকরা জনজাতি দের ত্রিপ্রামথা দলের কাজকর্ম দিয়ে উৎসাহিত করে বিভিন্ন দল থেকে তাদের দলে যোগদান করাবেন বলে জানিয়ে দেন এমডিসি গণেশ দেববর্মা। 

বর্তমান কোভিড প্যানডেমিক সিচুয়েশনে স্বাস্থ্যবিধি মেনে এবং প্রশাসনের সমস্ত নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়ে তাদের এই যোগদান সভা আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন এমডিসি গনেশ দেববর্মা। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu