আচমকা বজ্রাঘাতে আহত এক বিদ্যুৎ কর্মী - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৬ মে
বুধবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- আহত যুবকের নাম মহামনি দেববর্মা বয়স আনুমানিক ২১ বছর, পিতা ইন্দ্র দেববর্মা। বাড়ি তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামি ব্লকের কাঁকড়া ছাড়া এলাকায়। 


হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ঘটনা মুংগিকামি থানাধীন নুনাছড়া এডিসি ভিলিজের প্রজা বাহাদুর অঞ্চলে মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ। সংবাদে জানা যায় কয়েকজন উপজাতি যুবক প্রতিদিনের ন্যায় এদিনও নুনা ছড়া এলাকায় বিদ্যুৎ পরিবাহী তার সারাইয়ের কাজে যান। 

বিদ্যুৎ সংযোজন ছিন্ন করে প্রত্যেকে যার যার কাজে হাত দেন। বৈদ্যুতিক খুঁটির উপরে কাজ করতে ছিল মহামনি দেববর্মা। সেই সময় আচমকা বজ্রপাত হয়, সেই বজ্রপাতের রশ্মি বৈদ্যুতিক খুঁটির উপরে কাজ করা যুবক তথা মহামনি দেববর্মার উপর পড়ে। খানিকের মধ্যে মহামনি দেববর্মা ভূপতিত হয়। 

অন্যান্য শ্রমিকরা তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা গুরুতর হওয়াতে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেন। দেহের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায় মহামনি দেববর্মা



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu