জিরানিয়া কমিউনিটি হেলথ সেন্টারে আশা ভরসা দিবস - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৩১ মে
সোমবার

বিশেষ প্রতিনিধি:- জিরানিয়া কমিউনিটি হেলথ সেন্টারে গত ২৭ মে আশা ভরসা দিবস অনুষ্ঠিত হয়। এই স্বাস্থ্যকেন্দ্রে ১০৩ জন আশাকর্মী রয়েছেন। আশা ফেসিলিটেটর রয়েছেন ৫ জন। আশা ভরসা দিবসে প্রত্যেকেই উপস্থিত ছিলেন। 

মিটিং-এ উপস্থিত ছিলেন ইনচার্জ ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার মানস রায়, সাবডিভিশন আশা প্রোগ্রাম ম্যানেজার, স্বাস্থ্যকেন্দ্রের আশা নোডাল অফিসার ডাঃ অনিতা দেববর্মা এবং স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার। মিটিং-এ আশাকর্মীদের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা হয়। 

টিবি রোগীদের বাড়ি বাড়ি গিয়ে ঔষুধ বিতরণ করা, ম্যালেরিয়া পরীক্ষার ক্ষেত্রে স্লাইড সংগ্রহ করা, হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত রোগীদের নিয়মিত খোঁজ নেওয়া এবং লাইন লিস্টিং করা ইত্যাদি বিষয়ে আশাকর্মী এবং আশা ফেসিলিটেটরদের পরামর্শ দেওয়া হয়। এদিন উপস্থিত প্রত্যেক আশাকর্মীদের ২টি করে এন-নাইনটিফাইভ মাস্ক বিতরণকরা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu