সবুজ ত্রিপুরা
৭ মে
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:- গ্রীষ্মের প্রখর রুদ্র তপ্তদিনে সুস্বাদু রসালো ফল গুলির মধ্যে লিচু একটি অন্যতম ফল। বাজারে এই লিচু ফলের কদরও আছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না থাকায় এবার লিচু গাছের ফলনও কম হয়েছে।
রাজ্যের বিভিন্ন অংশের লিচু বাগানের ন্যায় তেলিয়ামুড়া কৃষি মহাকুমার অধীনে উত্তর গোকুলনগর এডিসি ভিলেজ এর অন্তর্গত কুঞ্জমুড়া এলাকায় একটি লিচু বাগানও আছে। এই লিচু বাগানের দায়িত্বে থাকা ইনচার্জ রঞ্জিত দেববর্মা কথা প্রসঙ্গে জানান, বাগানে ৪৭০টি লিচু গাছ রয়েছে। তবে প্রায় ১৫০টি লিচু গাছে ফলন হয়। কিন্তু তেমন ভাল ফলন হয়নি বৃষ্টির অভাবে।
গ্রীস্মের প্রখর রুদ্র তাপে লিচু গাছের ফলন অনেকটা অঙ্কুরেই বিনাশ এর মতো। এই বাগানের ইনচার্জ জানান, আগামী কিছুদিনের মধ্যেই অকশন পর্ব সম্পন্ন হয়ে যাবে। এদিকে যেসব বেনিফিসারী অকশনে অংশগ্রহণ করবেন তাদের লাভের মার্জিন ও থাকবে খুব কম বলে জানান ইনচার্জ রঞ্জিত দেববর্মা।
আরো পাড়ুন:-আইএনপিটি বিলিন হলো তিপ্রা মথায়
0 মন্তব্যসমূহ