ধর্মনগর প্রতিনিধি:- পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে সারা রাজ্যব্যাপী তৃণমূলের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর যে নিদারুণ সন্ত্রাস চলছে তা অমানবিক এবং নৃশংস। খুন করা, বাড়িঘর লুঠ করার মতো ঘটনা ঘটছে।
তাই ভারতীয় জনতা পার্টির উদ্যোগে দেশজুড়ে দুদিন ব্যাপী প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল। ত্রিপুরার প্রতিটি প্রান্তে সেই প্রতিবাদ ধ্বনিত হয়েছে। অন্যদিকে বাংলায় ধর্মীয় প্রতিষ্ঠানের উপরেও আক্রমণ নামিয়ে আনা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক।
ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলায় পৌঁছেছেন। বৃহস্পতিবার আগরতলার বোধজং স্কুল সংলগ্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃত্বরা। ওই দিন হাতে প্লে-কার্ড নিয়ে প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য কর্মী সমর্থকরা।
0 মন্তব্যসমূহ