সিপাহীজলার মেলাঘরে গোমতী নদীর উপর ঝুলন্ত সেতুটি বর্তমানে বিপদজনক অবস্থায় - Sabuj Triprua News

সবুজ ত্রিপুরা
১২ মে
বুধবার

বক্সনগর প্রতিনিধি:- সিপাহীজলা জেলার মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত তেল কাজলা মেলাঘর গোমতী নদীর উপর ঝুলন্ত সেতুটি বর্তমানে বিপদজনক অবস্থায় পরিণত হয়েছে। 

জানা যায় তেলকাজলা, বানিয়াছড়া, দশরথ বাড়ি, কলমক্ষেত এই চারটি পঞ্চায়েতের জনগণের সুবিধার জন্য এই সেতু তৈরি করা হয়। প্রতিনিয়ত এই সেতুটির উপর দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন। এই সেতুটি শুরু থেকে শেষ পর্যন্ত স্টিলের পাত গুলো ক্ষয় হয়ে ,বড় বড় ছিদ্রে পরিণিত হয়েছে। 

ছিদ্র গুলি এত বড় আকার ধারণ করেছে যার ফলে বাইক আরোহী এবং সাইকেল-আরোহীরা খুব বিপদজনক অবস্থা নিয়ে এই সেতু দিয়ে যাতায়াত করেন। 

এই ছিদ্র গুলির মধ্যে বাইকের চাকা এবং বাই সাইকেলের চাকা  পড়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এমনটা অভিযোগ করলেন স্থানীয় এলাকার জনগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu