১২ মে
বুধবার
বিশেষ প্রতিনিধি:- কোভিডের দ্বিতীয় তরঙ্গে কম বয়সিরা বেশি মাত্রায় আক্রান্ত হচ্ছেন। এ কথা মেনে নিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইসিএমআর-এর প্রধান বলরাম ভার্গব বলেন, এর পিছনে দু’টি কারণ থাকতে পারে।
প্রথমত, অল্প বয়সিরা এ বার বেশি মাত্রায় বাড়ি থেকে বেরোতে শুরু করেছিলেন। আর করোনা ভাইরাসের বেশ কয়েকটি নতুন প্রজাতিও দেশে ছড়িয়ে পড়েছে। সেগুলিও কম বয়সিদের বেশি মাত্রায় সংক্রমিত করছে।’’এ বার কি তা হলে কম বয়সিদের টিকাকরণে জোর দেওয়া হবে?
কারণ তৃতীয় তরঙ্গে শিশুরাও মারাত্মক ভাবে আক্রান্ত হতে পারে বলে শোনা যাচ্ছে। কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, ভারতে করোনার প্রথম ঢেউয়ে ৩০ বছরের কম বয়সিদের মধ্যে আক্রান্ত হয়েছিলেন ৩১ শতাংশ। দ্বিতীয় তরঙ্গে তার মাত্রা বেড়ে হয়েছে ৩২ শতাংশ।
আরো পাড়ুন:-কোভিড চিকিৎসা সংক্রান্ত পরিষেবায় রাজ্য এবং বহি রাজ্যবাসীদের জন্য নতুন হেল্প লাইন নম্বর
0 মন্তব্যসমূহ