১২ মে
বুধবার
বিশেষ প্রতিবেদন:- কমলপুর আইসিডিএস এর অন্তর্গত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কিচেন গার্ডেনে উৎপাদিত পুষ্টিকর সবজী ও ফল বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে কোভিড-১৯ পরিস্থিতিতে বিশেষ দায়িত্ব পালন করে চলেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিচেন গার্ডেন তৈরীর পরিকল্পনা নিয়ে বহুদিন ধরে কাজ করে চলছেন কর্মীরা। উৎপাদিত হচ্ছে পুষ্টিকর সবজী ও ফল। সেগুলি শিশুদের, গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়েদের নিয়মিতভাবে দেওয়া হচ্ছে।বর্তমান সময়ে প্রতি ১৫ দিন পর পর বাড়ি বাড়ি গিয়ে এই সবজি ও ফল পৌছে দিচ্ছেন অঙ্গনওয়াড়ি কমীরা।
কমলপুর নগর পঞ্চায়েতের আইসিডিএস সুপারভাইজার দেবব্রত মিশ্র চৌধুরি জানিয়েছেন, বর্তমানে নগর এলাকায় শূণ্য থেকে ছয় বছরের শিশুর সংখ্যা ৬৯৬ জন এবং গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়ের সংখ্যা ১০০ জন।
অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রতি ৩ দিন পর তাদের বাড়িতে গিয়ে স্বাস্থ্য বিষয়ক খোজ খবর করছেন। এছাড়া কিচেন গার্ডেনের সবজী ও ফল বিতরণ করছেন। মোট ১৮ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই কিচেন গার্ডেন গড়ে তোলা হয়েছে।
আরো পাড়ুন:-কোভিড চিকিৎসা সংক্রান্ত পরিষেবায় রাজ্য এবং বহি রাজ্যবাসীদের জন্য নতুন হেল্প লাইন নম্বর
0 মন্তব্যসমূহ