কোভিড চিকিৎসা সংক্রান্ত পরিষেবায় রাজ্য এবং বহি রাজ্যবাসীদের জন্য নতুন হেল্প লাইন নম্বর - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১২ মে
বুধবার

বিশেষ প্রতিনিধি:- কোভিড চিকিৎসা সংক্রান্ত যে কোনও জরুরি তথ্য ও পরিষেবার বিষয়ে খোঁজ খবর নিতে নতুন টোল ফ্রি নম্বরে পাওয়া যাবে। 

রাজ্যবাসীদের জন্য ডায়েল নাম্বার হল ১১২ এবং রাজ্যের বাইরে থেকে যদি কেউ উনার কোনও নিকট আত্মীয় স্বজনের বিষয়ে খোঁজ নিতে চান বা পরিষেবা 

সংক্রান্ত তথ্যানুসন্ধান করতে চান তাহলে ০৩৮১-২৩৫০০৪৬ এবং ০৩৮১-২৩৫০১১৬ এই পৃথক দুটি নম্বরের একটিতে ফোন করলেই সেই তথ্য পাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu