অ্যাম্বুলেন্সে এক করোনা আক্রান্ত রোগীর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১২ মে
বুধবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন মুন্ডা বাড়ি এলাকায় মঙ্গলবার সাতসকালে। ঘটনার বিবরণে জানা যায়, মুঙ্গিয়াকামী থানাধীন মুন্ডা বাড়ি এলাকা থেকে ১০২ অ্যাম্বুলেন্সে ফোন আসে এক করোনা আক্রান্ত সন্তান-সম্ভবা রোগীনির, এই খবর শোনা মাত্রই খোয়াই থেকে ১০২ নম্বরের অত্যাধুনিক সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্সটি মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটে আসেন। 

সেখান থেকে অ্যাম্বুলেন্সটি ছুটে যায় মুঙ্গিয়াকামী থানাধীন মুন্ডা বাড়ি এলাকায়। সেখানে গিয়ে প্রত্যক্ষ করেন করোনা আক্রান্ত মহিলা সন্তান-সম্ভবা অবস্থাতে আছেন। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর ওই করোনা আক্রান্ত সন্তান-সম্ভবা রমণীর এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। যদিও পরবর্তীতে মুঙ্গিয়াকামী হাসপাতালের চিকিৎসকরা উনার বাড়িতে গিয়ে মা এবং মেয়ের চিকিৎসা শুরু করেন। 

এমনটাই জানিয়েছেন ১০২ অ্যাম্বুলেন্সে থাকা স্বাস্থ্যকর্মী মেঘন দেবনাথ।বর্তমানে মা এবং মেয়েকে বাড়িতে রেখেই চিকিৎসা করছেন মুঙ্গিয়াকামী হাসপাতালের চিকিৎসকরা। তবে মা এবং ফুটফুটে কন্যা সন্তান উভয়ই সুস্থ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu