চুরাইবাড়ি প্রতিনিধি:- ঘটনা কদমতলা থানাধীন সরলা গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বামুনিয়া এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলা কদমতলা থানাধীন সরলা গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া এলাকার ১ নং ওয়ার্ডের বাসিন্দা রাকেশ নাথের সাথে পাশের বাড়ির ইরেশ নাথ পিতা মৃত কামিনী নাথের জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন থেকে বিবাদ ছিলো।
ঠিক তখনই ধারালো দা দিয়ে পিতা-পুত্র মিলে রাকেশ নাথের উপর হামলা চালায়। তাতে শরীরের বিভিন্ন অংশে দায়ের কোপে গুরুত্ব ভাবে কেটে যায়। পিতার উপর আক্রমণ দেখে তার দুই মেয়ে সোমা নাথ ও রত্না নাথ বাবাকে বাঁচাতে আসলে তারাও গুরুত্বর ভাবে দায়ের আঘাতে রক্তাক্ত হন। খবর দেওয়া হয় কদমতলা থানাকে। পুলিশ ছুটে এসে ঘটনাস্থল থেকে রক্ত লুপ্ত রাকেশ নাথ ও উনার দুই কন্যাকে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে আসেন।
চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করেন। জানা গেছে গৃহস্থ রাকেশ নাথ ও উনার দুই মেয়ের শরীরে দায়ের আঘাতের জখম গুরুতর হয়েছে। এদিকে আহতদের পরিবারের তরফ থেকে কদমতলা থানায় অভিযুক্ত ইরেশ নাথ ও তার ছেলে সৌরভ নাথের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
পাশাপাশি কদমতলা থানার পুলিশ মামলাটি হাতে নিয়ে অভিযুক্ত আক্রমণকারী ইরেশ নাথ ও তার ছেলে সৌরভ নাথকে গ্রেপ্তার করেছেন। ধৃতদের ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবেন কদমতলা থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ