১২ মে
বুধবার
বিশেষ প্রতিবেদন:- আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন।
তথা আজ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে সকল কোভিড যোদ্ধাদের ত্রিপুরার বিধান সভার ডেপুটি স্পিকার বিশ্ব বন্ধু সেন ভারত বর্ষ সহ পৃথিবীর সমস্ত প্রান্তের সম্মানিত নার্স বোনেদের এক সামাজিক বার্তার মাধ্যমে নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেছেন উনাদের ভূমিকাতেই মানুষের জীবনায়ু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তিনি উনাদের পরিবারবর্গ সহ সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।
আরো পাড়ুন:-কোভিড চিকিৎসা সংক্রান্ত পরিষেবায় রাজ্য এবং বহি রাজ্যবাসীদের জন্য নতুন হেল্প লাইন নম্বর
0 মন্তব্যসমূহ