খোয়াই নদী তার নাব্যতা হারিয়ে বর্তমানে অনেকটা মরা গাঙ্গে পরিণত - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৩ মে
বৃহস্পতিবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- প্রখর জলস্রোতা এবং প্রাণ চঞ্চল খোয়াই নদীতে বর্তমানে  জলের বদলে রয়েছে রাশি রাশি বালুর চর। নদীতে জল না থাকার কারণে কচিকাঁচা শিশু সহ জেলেরা মাছ ধরার জন্য নদীর জলে অবতীর্ণ হয়েছেন।


কিন্তু নদীতে  মাছ ধরার মতো সেই জল টুকুও বর্তমানে নেই। এ যেন এক অশনী সংকেতের পদধ্বনিত হচ্ছে। কারণ এই খোয়াই নদীর জলের উপর নির্ভর করেই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পাইপ যুগে নগরবাসীরা জল পান।

অপরদিকে কৃষকরা খোয়াই নদী থেকে ক্যানেলের মাধ্যমে কতটা জল পাবেন কৃষি কাজ করার জন্য তা নিয়ে চিন্তিত উনারা। গ্রীষ্মের প্রখর রুদ্র তপ্ত দিনে এ যেন অশনি সংকেতের পদধ্বনিত হচ্ছে। 


গ্রীষ্ম কালীন সময়ে ছিটে ফোঁটা বৃষ্টি হলেও ভারী বর্ষনের দেখা নেই। আর আঠারোমুড়া পাহাড় জলধারণ ক্ষমতা অনেকাংশে হ্রাস পেয়েছে বনদস্যুদের হাত ধরে। ফলে খোয়াই নদীও তার যৌবন হারিয়ে বর্তমানে মরাগাঙ্গে পরিণত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu