আবারো আসাম ত্রিপুরা সীমান্ত থেকে উদ্ধার বিপুল পরিমান নেশা সামগ্রী - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৩ মে
বৃহস্পতিবার

চুরাইবাড়ি প্রতিনিধি:- উত্তর জেলার চুরাইবাড়ি পুলিশের রুটিন তল্লাশিতে ত্রিপুরা আসাম সীমান্ত থেকে উদ্ধার ১৫ হাজার টাকার বিলিতি মদসহ এক পাচারকারী। বাড়ি পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার লোয়াইর পোয়া এলাকায়। 

ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের ন্যায় উত্তর জেলার চুরাইবাড়ি থানার পুলিশ তাদের নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চলাকালীন সময় আসাম থেকে আসা এএস১০সি/৪১৩৯ নম্বরের অটো গাড়িতে তল্লাশি চালিয়ে ৫ টি কার্টুনে মোট ৬০ বোতল বিলাতি মদ জব্দ করেন। 

উদ্ধারকৃত বিলাতি মদের বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। সাথে আটক করা হয় অটো গাড়িতে থাকা সঞ্জীব বর্মনক বয়স ৪৬, পিতা-মৃত অধীর চন্দ্র বর্মন নামের এক পাচারকারীকে। জানা গেছে এই বিপুল পরিমাণ বিদেশী মদ গুলি আসামের লোয়াইর পোয়া এলাকা থেকে চুরাইবাড়ি পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল। 

এদিকে বর্তমানে বিলাতি মদসহ ধৃত পাচারকারী চুরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে। আগামীকাল ধৃতকে জেলা আদালতে প্রেরন করবেন চুরাইবাড়ি থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu