সড়কের পাশ থেকে উদ্ধার অজগর সাপের শাবকের মৃত দেহ - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৭ মে
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- রবিবার সাতসকালে নেতাজি নগর কমিউনিটি হল সংলগ্ন জাতীয় সড়কের পাশ থেকে অজগর সাপের শাবকের মৃত দেহ উদ্ধার করেন তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা। 

জানা যায় রবিবার সাতসকালে প্রাত ভ্রমণকারীরা দেখতে পান নেতাজি নগর স্থিত আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে একটি অজগর সাপের শাবক। পরে ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া বনদপ্তরে। 

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন বনদপ্তরের কর্মীরা। পরে মৃত অজগর সাপের শাবকটিকে উদ্ধার করে বনদপ্তর এর অফিসে নিয়ে যান। 

এ ব্যাপারে বনদপ্তরের এক কর্মী জানান মৃত অজগর সাপের শাবকটিকে ময়না তদন্ত করে সমাদিস্থ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu