তেলিয়ামুড়া প্রতিনিধি:- একটি বক্স কালভার্ট সেতু নির্মাণের ফলে ৫২টি পরিবারের লোকজনদের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হলো। বক্স কালভার্ট সেতুটির নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে। তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে পূর্ব শুদ্ধকরকরি এডিসি ভিলেজের রাম সর্দার পাড়ায় সেতুটি নির্মাণ কাজ চলছে।
এলাকাবাসীদের দাবি মতো বিধায়িকা কল্যাণী রায় তেলিয়ামুড়া স্থিত আরডি ডিভিশনের মাধ্যমে সুৰ্দু ছড়ার উপর বক্স কালভার্ট পাকা সেতু নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন। সেইমতো সেতু নির্মাণের কাজ শুরু হয়ে প্রায় সম্পন্ন হওয়ার পথে। আগামী কয়েকদিনের মধ্যেই সেতু নির্মাণের কাজ সম্পন্ন হবে।
কাজটি সম্পন্ন হলে রাম সর্দার পাড়ার ৫২টি পরিবারের মানুষজনরা প্রয়োজনে তুসিন্দ্রাই বাড়ী বাজার এবং তেলিয়ামুড়াতে অতি অল্প সময়ে যাতায়াত করতে পারবেন। এতে এলাকাবাসীদের যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যার নিরসন হবে।
0 মন্তব্যসমূহ