তেলিয়ামুড়ায় সেতু নির্মাণের ফলে ৫২টি পরিবারের যোগাযোগের নতুন দিগন্তের সূচনা- Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৩ মে
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- একটি বক্স কালভার্ট সেতু নির্মাণের ফলে ৫২টি পরিবারের লোকজনদের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হলো। বক্স কালভার্ট সেতুটির নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে। তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে পূর্ব শুদ্ধকরকরি এডিসি ভিলেজের রাম সর্দার  পাড়ায় সেতুটি নির্মাণ কাজ চলছে। 

এই রাম সর্দার পাড়ার লুকজনরা তুসিন্দ্রাই বাড়ী বাজারে এবং তেলিয়ামুড়াতে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হতো। কারণ ওই সময়ে এলাকার সুৰ্দু ছড়ার উপর স্টিল ফুট ওয়ার সেতু ছিল। ওই সেতুটি ভগ্নদশার কারণে এলাকার মানুষজনদের  আসুবিধা হত নিত্য যাতায়াতের ক্ষেত্রে। পরে এই বিষয়টি ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়ের নজরে আসে।

এলাকাবাসীদের দাবি মতো বিধায়িকা কল্যাণী রায় তেলিয়ামুড়া স্থিত আরডি ডিভিশনের মাধ্যমে সুৰ্দু ছড়ার উপর বক্স কালভার্ট পাকা সেতু নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন। সেইমতো সেতু নির্মাণের কাজ শুরু হয়ে প্রায় সম্পন্ন হওয়ার পথে। আগামী কয়েকদিনের মধ্যেই সেতু নির্মাণের কাজ সম্পন্ন হবে। 

কাজটি সম্পন্ন হলে রাম সর্দার পাড়ার ৫২টি পরিবারের মানুষজনরা প্রয়োজনে তুসিন্দ্রাই বাড়ী বাজার এবং তেলিয়ামুড়াতে অতি অল্প সময়ে যাতায়াত করতে পারবেন। এতে এলাকাবাসীদের যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যার নিরসন হবে।

আরো পাড়ুন:-সাত লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে এম্বুলেন্স দান করলেন কমলাসাগর বিধানসভার বিধায়ক নারায়ণ চৌধুরী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu