সবুজ ত্রিপুরা
৩ মে
সোমবার
বিশালগড় প্রতিনিধি:- বিধায়ক উন্নয়ন তহবিল থেকে সাত লক্ষ ৫০ হাজার টাকা খরচ করে এম্বুলেন্স দান করলেন কমলাসাগর বিধানসভার বিধায়ক নারায়ণ চৌধুরী।
তিনি মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর ইনচার্জ নির্বাণ দাসের হাতে সেই টাকার চেক তুলে দেন। যার পরিপ্রেক্ষিতে কমলাসাগর এলাকার জনগণ দারুণ খুশি, এদিকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার নির্বাণ দাস বলেন দীর্ঘদিন যাবৎ মধুপুর হাসপাতালে এম্বুলেন্সের সমস্যা ছিল।
বৃহৎ এলাকা নিয়ে গড়ে ওঠা মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটির মধ্যে মাত্র দুটি এম্বুলেন্স রয়েছে, এগুলি কখনো রাস্তার মধ্যে আটকে যায় আবার কখনো দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে পড়ে থাকে। কমলাসাগর বিধানসভার বিধায়ক নারায়ণ চৌধুরী বলেন এম্বুলেন্স দেওয়াতে এলাকার বৃহৎ অংশের জনগণ উপকৃত হবেন ।
0 মন্তব্যসমূহ