কাঞ্চনপুর টাউনহলে তিপ্রা মথা বিভাগীয় কমিটির সভায় নেওয়া হয় বিশেষ সিধ্যান্ত- Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৩ মে
সোমবার

পানিসাগর প্রতিনিধি:- কাঞ্চনপুর টাউন হলে তিপ্রা মথা প্রার্থীর আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন  সভাপতি বার্মা রাম রিয়াং, স্ব-শাসিত জেলা পরিষদের জম্পুই-দামছড়া ১ নং আসনের ইএম ভবরঞ্জন রিয়াং এবং দশদা কাঞ্চনপুর ৩ নং আসনের প্রার্থী হেমন্ত চাকমা।

৫১ জনকে নিয়ে বিভাগীয় কমিটি গঠন করা হয় । দলীয় সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান ইএম। ইএম ভবরঞ্জন রিয়াং বক্তব্য রাখতে গিয়ে বলেন এডিসি এলাকাকে ডিমার্কেশন করতে হবে। দলীয় কর্মীদের বলেন প্রতিটি গ্রামে প্রাইমারি কমিটি শক্তভাবে গঠন করতে হবে। এডিসি এলাকায় ৮ টির মত ব্লক রয়েছে সেগুলি তিপ্রা মথা দলীয় সদস্যরা পরিচালনা করবেন বলে জানা যায়। 

বিগত এডিসি ইলেকশনের আগে যারা সিপিআইএম দলের নেতা ছিলেন তারা আজ তিপ্রা মথা দলের সদস্য। জানা যায় দীর্ঘদিন ধরে যারা দলে কাজ করছিলেন তাদের সঠিক কোন মর্যাদা নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu