পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার তেরটি ওয়ার্ডে দশ দিনের কন্টেইনমেন্ট জোন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৮ মে
মঙ্গলবার


পানিসাগর প্রতিনিধি:- রাজ্যে করোনা সংক্রমণের মাএাতিরিক্ত ভাবে প্রাদুর্ভাবের ফলে সোমবার (১৭ মে) সকাল পাঁচ ঘটিকা থেকে আগামী ২৬ মে সকাল পাঁচ ঘটিকা পর্যন্ত পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার মোট তেরটি ওয়ার্ডে দশ দিনের জন্য কন্টেইনমেন্ট জোন জারি করা হয়েছে।

এই মর্মে সোমবার সকাল থেকেই পানিসাগর মহকুমা সদরে বিভিন্ন ব্যাবসায়ী প্রতিষ্টান বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে নিত্য প্রযোজনীয় ব্যাবসায়ি প্রতিষ্টান সহ ফলের দোকান, ঔষধের দোকান সহ অন্যান্ন ব্যাবসায়ী প্রতিষ্ঠান খোলা থাকবে। 

সরকারি বিধি নিষেধ জারি করাতে আজ সকাল থেকেই পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় মোট পাঁচ টি গেইট বসিয়ে নগর এলাকাকে পুরো পুরি সুরক্ষিত রাখতে পানিসাগর মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজর দারি রাখা হয়েছে। 

এই মর্মে পানিসাগর নগর পঞ্চায়েতের উদ্দ্যেগে সোমবার সন্ধ্যাকালীন সময়ে পানিসাগর নগর এলাকার বাজারে সেনিটাইজেশনের প্রক্রিয়া জারি রাখা হয়েছে। এই নিয়ে পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্দ্যোগ কে স্বাগত জানিয়েছেন মহকুমার শুভবুদ্ধি সম্পন্ন জনগন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu