সবুজ ত্রিপুরা
১০ মে
সোমবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:- ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর জাতীয় সড়কে শনিবার বিকাল সাড়ে চারটে নাগাদ।প্রত্যক্ষ দর্শীরা জানান এক মহিলা আচমকা লরির সামনে বসে পড়েন রাস্তায়।
লরি চালক লরিটি নিয়ন্ত্রণ করলে পরে পথচারী সহ স্থানীয় জনগণ ওই মহিলাকে দ্রুততার সাথে রাস্তা থেকে সরিয়ে নেন। এদিকে প্রত্যক্ষদর্শীরা ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে কিছুই জানতে পারেননি। পরে তেলিয়ামুড়া থানায় খবর দিলে পুলিশ এসে মহিলাকে তুলে থানায় নিয়ে যান।
এলাকাবাসীদের ধারণা ওই মহিলা হয়তো বা মস্তিষ্ক বিকৃত বা মানসিক রোগী। কেনই বা এই মহিলা আত্মহত্যা করতে চাইছেন এবার পুলিশ তদন্তে রহস্য উন্মোচন হতে পারে বলে আশঙ্কা।
0 মন্তব্যসমূহ