তেলিয়ামুড়ায় পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মদিন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১০ মে
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- সারা রাজ্যের ন্যায় তেলিয়ামুড়াতে ও কবিগুরুর জন্মদিন পালিত হল কোভিড-১৯ নীতি নির্দেশিকাকে মেনে। তেলিয়ামুড়া পৌর পরিষদ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের সামনে অর্থাৎ কবিগুরুর প্রতিকৃতির পাদদেশে অনুষ্ঠানটি হয়। 


অনুষ্ঠানে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন তেলিয়ামুড়া পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নীতিন কুমার সাহা সহ উপস্থিত কর্মকর্তারা। করোনা অতি মারির কারণে কবিগুরুর জন্ম জয়ন্তী অনুষ্ঠানটি অনেকটা সাদামাটা ভাবে করা হয়। 

পরে কবিগুরুর প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নীতিন কুমার সাহা বলেন এবছর করোনা অতি মারির জন্য এই অনুষ্ঠান অনেকটা সাদামাটা ভাবে হয়েছে। আগামী বছর গুলোতে বৃহৎ আকারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাছাড়া তিনি বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে সম্পদ রেখে গেছেন তা মানব সভ্যতার সংস্কৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu