দামছড়ায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদ কর্মী আক্রান্ত - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৮ মে
শনিবার

পানিসাগর প্রতিনিধি:- গতকাল রাত আনুমানিক ৯ টা নাগাদ দামছড়ার সংবাদ কর্মী দীপক চক্রবর্তী পেশাগত দায়িত্ব  পালন করতে গেলে উনার উপর স্থানীয় দুই যুবক আক্রমন করে। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

উনার মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে গতকাল রাতেই আক্রমনকারীদের বিরুদ্ধে দামছড়া থানায় একটি মামলা করা হয়। 

আজ সকালে কদমতলা পানিসাগর ধর্মনগর ও দামছড়া থেকে মোট ১৪ জন সাংবাদিক অপরাধীদের অতি সত্বর গ্রেফতারের দাবি নিয়ে দামছড়া থানার ওসির সাথে দেখা করেন। 

ওসি জানিয়েছেন অভিযুক্তদের ইতিমধ্যে গ্রেফতারের জন্য পুলিশ জোর প্রয়াস চালিয়েছেন। খুব শীঘ্রই পুলিশ তাদের হেফাজতে নেবেন বলে জানান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu