ধর্মনগর প্রতিনিধি:- ধর্মনগরে উদ্ধোধন হল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা লায়ন্স ক্লাব অব ধর্মনগরের লায়ন্স সেবা কেন্দ্রের দ্বিতল ভবন।
শুক্রবার এই লায়ন্স সেবা কেন্দ্রের উদ্ধোধন করলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন সাথে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ অরুণাভ চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য জয়জিৎ শর্মা সহ লায়ন্স ক্লাব অব ধর্মনগরের সদস্যরা।
লায়ন্স ক্লাব বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন সেবা মূলক কাজে নিয়োজিত থাকে। তেমনি শুক্রবার লায়ন্স সেবা কেন্দ্রের উদ্বোধনের সাথে সাথে সেখানে কোভিড ভ্যাক্সিন প্রদান শুরু হয়।
এই লায়ন্স সেবা কেন্দ্রের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন বললেন দেশের সরকার করোনার সাথে প্রতিনিয়ত মোকাবিলা করে চলেছে।
তার পরেও একটা অংশ মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে অবহেলা করে চলেছে, যা মোটেও ঠিক নয়।
পাশাপাশি আরেকটা অংশ করোনাকে ভয় করে মানসিক ভাবে ভেঙে পরেছেন তাও ঠিক নয়। করোনা মোকাবিলায় সকলকে শারীরিক চর্চার দিকেও গুরুত্ব দিতে হবে।
0 মন্তব্যসমূহ