অবৈধ কারবার করতে এসে এলাকাবাসীর তৎপরতায় আটক ৩৫ বছরের এক যুবক - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৭ মে
শুক্রবার

বিশালগড় প্রতিনিধি:- গতকাল নেশা সামগ্রী সহ এলাকাবাসীর হাতে আটক এক যুবক, অভিযুক্ত যুবকের নাম আনিস ইকবাল মজুমদার, বয়স ৩৫,  ঘটনা বিশালগড় নেতাজী নগর এলাকায়। 

ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত ৮ টা নাগাদ অভিযুক্ত নেশা কারবারি এলাকার কিছু যুব সমাজের কাছে নেশা সামগ্রী বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ে। তারপর গ্রামবাসীরা  বিশালগড় থানার পুলিশকে খবর দেয়। 

ঘটনা স্থলে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ । আজ দুপুর বারোটা নাগাদ অভিযুক্ত নেশা কারবারিকে বিশালগড় আদালতে উঠানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu